Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খাঁ পাড়া জামে মসজিদ
স্থান
গ্রাম: শিবপুর, ডাকঘর: শিবপুর, উ্পজেলা:নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
বিস্তারিত

ওস্তাদ আলাউদ্দিন খাঁ নিজ হাতে এই মসজিদ স্থাপন করেন। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ এর হৃদয় ছিল ধর্ম রসে সিক্ত। তাই তিনি  হজ্জ্বব্রত পালনে মক্কা শরীফ যান এবং হজ্জ্ব পালন শষে লুকিয়ে যান, যেন কেউ তাকে খুজে না পায়।পরবর্তীতে ভারত সরকারের অনুরোথে সৌদিআরবের সরকার তাকে খুজে বের  করে  এবং দেশে পাটায়।তিনি তার জন্মস্থান শিবপুরে পাকা মসজিদ স্থাপন করেন। এটি সেই ঐতিহাসিক মসজিদ। বিভিন্ন স্থান হতে অনেক দর্শনার্থী ওস্তাদ আলাউদ্দিন খাঁর গড়া মসজিদটি পরিদর্শন করতে আসে।